খেলা

মহানদীর তীরে আজ নতুন চ্যালেঞ্জ সূর্যদের, প্রস্তুতি এড়ালেন হার্দিক, নেটে দু’ঘণ্টা ব্যাট শুভমনের

কটক, ৮ ডিসেম্বর : কটকে টিকিট নিয়ে গত কয়েকদিনে যে পাগলামি হয়েছে তাতে লোকে শিউরে উঠছেন এটা ভেবে যে রো-কো খেললে কী হত!
এমন নয় যে রুপোলি শহরে অনেকদিন বাদে ক্রিকেট হচ্ছে। কটক বহু আন্তর্জাতিক ম্যাচ দেখেছে। আর সেটা নিয়মিত। একসময় এখানে টেস্ট ম্যাচ হত। কিন্তু ক্রিকেট নিয়ে এখানে পাগলামির শেষ নেই। তার উপর আবার শুভমন গিল আর হার্দিক পান্ডিয়া ফিরেছেন। সাদা বলের ক্রিকেটে হার্দিক ইম্প্যাক্ট প্লেয়ার। তিনি থাকা মানে সঠিক ব্যালান্স। বাড়তি প্লেয়ার খেলানোর সুযোগ। তবে হার্দিক আগের দিন একা-একা প্র্যাকটিস করলেও এদিন মাঠে আসেননি। শুভমন অবশ্য নেটে ঘণ্টা দুয়েক ব্যাট করেছেন।

আরও পড়ুন-মাংসখেকো গাছেরা

এখানে যেমন হার্দিক থাকায় একজন বেশি ফাস্ট বোলার খেলানো যাবে। লালমাটির উইকেট স্পিনারদের থেকে সিমারদের বেশি সুবিধা পাওয়ার কথা। সেক্ষেত্রে বুমরার সঙ্গে হর্ষিত আর অর্শদীপকে হয়তো দেখা যাবে। একমাত্র স্পিনার কুলদীপ যাদব। যিনি এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন। শুধু এই উইকেটে টার্ন আদায় করতে একটু মুশকিল হবে তাঁর। ওয়াশিংটন সুন্দর লাইনে আছেন। কিন্তু এক স্পিনার খেললে তাঁর সুযোগ নেই। খেলবেন শিবম দুবে। লাইনে আছেন বরুণ চক্রবর্তীও।
তার মানে প্রথম টি ২০ ম্যাচের দল দাঁড়াতে পারে এইরকম— দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল। তিনে সূর্যকুমার যাদব, চারে তিলক ভার্মা, পাঁচে সঞ্জু স্যামসন, ছয়ে হার্দিক পাণ্ডিয়া, সাতে শিবম দুবে অথবা ওয়াশিংটন সুন্দর, আটে কুলদীপ যাদব। পরের তিনটি জায়গায় তিন সিমার হর্ষিত রানা, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। একমাত্র স্পিনার হিসাবে কুলদীপ খেললে বসতে হবে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে। এই ফর্ম্যাটে বরুণ এত সফল, তাই ঝুঁকি নিয়ে তাঁকে খেলাতে গেলে কুলদীপ বা এক সিমারকে বাইরে রাখা হবে। তাতে পরিস্থিতির বিচারে সেটা আশ্চর্যের।
বরাবটি স্টেডিয়ামের খুব কাছে মহানদী। তার সাদা বালির জন্যই এই শহরের নাম রুপোলি শহর। নদীর দিক থেকে যে হওয়া বয় তাতে জোরে বোলাররা সুবিধা পান। এখন প্রশ্ন হল এই সুবিধা বুমরারা কাজে লাগাতে পারবেন কিনা। দক্ষিণ আফ্রিকা কয়েকজন ক্রিকেটারকে চোটের জন্য হারিয়েছে। যাঁর ধাক্কা এইডেন মার্করামের দলের উপর সরাসরি পড়ছে। গোটা সফরে ফর্মে থাকা টেম্বা বাভুমা এই দলে নেই। তার উপর একদিনের সিরিজ দক্ষিণ আফ্রিকা হেরে এসেছে। সুতরাং চাপ কিন্তু তাদের উপর থাকছে।
বরাবটি স্টেডিয়ামের অবস্থা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু তড়িঘড়ি করে আয়োজন করতে গিয়ে গ্যালারিতে প্ল্যাস্টিকের চেয়ার বসাতে হয়েছে। একদিকের সাইট স্ক্রিনের জন্যও গ্যালারি থেকে খেলা দেখতে অসুবিধা হচ্ছে। যা নিয়ে বিরক্ত স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। তবে সোমবার অবশ্য মাঠে কয়েক হাজার ভক্ত প্র্যাকটিস দেখেছেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago