আত্মহত্যাই করেছিলেন সুশান্ত, রিয়ার বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহার

Must read

প্রতিবেদন: প্রেমিকের অস্বাভাবিক মৃত্যু এক রাতের মধ্যেই বদলে দিয়েছিল বলিউড অভিনেত্রীর জীবন। এক মুহূর্তের মধ্যে নেটপাড়ার চোখে ‍‘ভিলেন’ হয়ে উঠেছিলেন তিনি। আর এবার থেকে রেহাই পেতেই রাতারাতি ভোলবদল সেই অনুরাগীদেরই। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) এবং রিয়া চক্রবর্তীর কথাই বলা হচ্ছে। বলিউড অভিনেতা আত্মহত্যা করতেই পারেন না বরং তাঁকে প্ররোচনা দেওয়া হয়েছিল, অভিযোগ তুলে সরাসরি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তুলেছিলেন সুশান্তের দিদি। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালতে মামলা ওঠার পর দু’জনের জেল হেফাজত হয়। সেই সময় এ-ও শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি নিয়মিত মাদক সরবরাহ করতেন সুশান্তকে। গোটা দেশ নায়িকাকে খলনায়িকা বানাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি। প্রায় পাঁচ বছর ধরে তদন্ত করার পর শনিবার চার্জশিট জমা করে জানাল, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। এই একটা কথায় যেন শাপমুক্তি রিয়া চক্রবর্তীর। এরপরই স্যোশাল মিডিয়ায় নয়া চর্চা, বলিউড অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর সমালোচকদের।

আরও পড়ুন-আলিপুরে অজগরের টিউমার অস্ত্রোপচার

সুশান্তের (sushant singh rajput) সঙ্গে সম্পর্কে থাকলেও কখনই তাঁকে মাদক সরবরাহ করেননি প্রেমিকা রিয়া। মামলার শুরু থেকে এই একই কথা বলে গেছেন তিনি। বারবার বোঝাতে চেয়েছেন অভিনেতার মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। কিন্তু সমাজমাধ্যম সে কথা শুনলে তো। প্রেমে জড়িয়ে রিয়া তখন কলঙ্কিনী রাধা! নায়িকা গারদের পিছনে যেতেই তাঁকে বয়কট করল বলিউড, শেষ হল ক্যারিয়ার। কিন্তু রিয়া হাল ছাড়েননি। সত্যি সামনে আসবেই, এমনই দাবি ছিল তাঁর। শনিবার রিয়া এবং তাঁর ভাইয়ের উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নিয়েছে সিবিআই।

Latest article