প্রয়াত বাবা, অন্তর্বর্তী জামিন পেলেন সুশীল

বাবার শেষকৃত্য করার জন্যই চারদিনের জন্য জামিন দেওয়া হয়েছে এই কুস্তিগিরকে। ২০২১ সালের ২ জুন থেকে জেলে রয়েছেন সুশীল

Must read

নয়াদিল্লি, ৭ মার্চ : বাবা মারা গিয়েছেন। তাই অন্তর্বর্তী জামিন পেলেন অলিম্পিকে জোড়া পদক জয়ী কুস্তিগির সুশীল কুমার। বাবার শেষকৃত্য করার জন্যই চারদিনের জন্য জামিন দেওয়া হয়েছে এই কুস্তিগিরকে। ২০২১ সালের ২ জুন থেকে জেলে রয়েছেন সুশীল। মানবিকতার কারণে জামিন দেওয়া হয়েছে তাঁকে। এক লক্ষ টাকার বিনিময়ে জামিন পেয়েছেন তিনি।

আরও পড়ুন-আইপিএলে নতুন জার্সি লখনউয়ের

জামিন দেওয়ার সময় কোর্ট জানিয়েছে, বাবা মারা গেছেন বলে জামিন দেওয়া হচ্ছে। ব্যক্তিগত বন্ডের বিনিময়ে ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হচ্ছে তাঁকে। এর আগে গত বছর স্ত্রী অসুস্থ থাকার জন্য জামিন পেয়েছিলেন সুশীল। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ২০২১ সালের ৪ মে সুশীল এবং কয়েকজন সঙ্গী কুস্তির প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর এবং তার বন্ধুদের উপরে হামলা চালান বলে অভিযোগ। ওই হামলায় গুরুতর জখম হন সাগর। পরে তাঁর মৃত্যু হয়। তদন্তে উঠে আসে ভোঁতা কিছু বস্তু দিয়ে আঘাতের ফলে রক্তক্ষরণে সাগরের মৃত্যু হয়েছে।

Latest article