প্রতিবেদন: বেকারত্বের আগুন দাউদাউ করে জ্বলছে ত্রিপুরায়। বেকারত্ব বা কর্মহীন অবস্থায় দিন কাটানো ত্রিপুরাবাসীর অভ্যাসে পরিণত হয়েছে। দেশের মধ্যে বেকারত্বের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা। এই নির্মম সত্য জানার পর রাজ্যের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মানুষ। বিশেষ করে যুব সম্প্রদায়। তাঁদের বক্তব্যে উঠে এসেছে বিজেপি কীভাবে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের একাধিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় দখলের পর কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি বিপ্লব দেব সরকার। তাই আসন্ন উপনির্বাচনে (By Poll) বিজেপিকে হারাতে ডাক দিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev)। তিনি বলেন আসন্ন উপনির্বাচনই হোক শেষের শুরু। ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করতে ১৪ জুন রাজ্যে ফের প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অধিকাংশ যুবক জানিয়েছেন, বিজেপি সরকার কোনও সুযোগ সুবিধাই দেয়নি। বিজেপি বলেছিল, অনেক চাকরি দেবে, বেকার ভাতা দেবে। কিন্তু আজ পর্যন্ত কিছুই দেয়নি গেরুয়া সরকার। তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এক যুবক জানিয়েছেন, তিনি ১৯৯৮ সালে স্নাতকোত্তর করেও আজ পর্যন্ত কোনও চাকরি পায়নি। অপর এক যুবক জানিয়েছেন, গত ১৫ বছর ধরে রাজ্যে চাকরি মিলছে না। এখন এই রাজ্যে ১০ লাখের বেশি বেকার। এদিন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকারকে। সুস্মিতা (By Poll-Susmita Dev) বলেন, সাড়ে চার বছরে বিরোধী দলনেতা মানিকবাবু কতবার এ রাজ্যের মানুষের দুঃখ দুর্দশার কথা বিধানসভায় বলেছেন? দীর্ঘদিন ক্ষমতায় থেকে এ রাজ্যের মানুষের জন্য কী করেছে সিপিএম? এই মুহূর্তে ত্রিপুরায় সত্যিকারের বিকল্প বলে যদি কেউ থাকে তবে সেটা তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: আবেদন খতিয়ে দেখে ভেলোরে যাওয়ার অনুমতি দেবে রাজ্য, অযথা স্বাস্থ্যসাথী নয় দক্ষিণে
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…