২৪ ঘণ্টার জন্য লাগবে না সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি, ভারতীয় ব্যবসায়ীদের ভুটানে মিলবে ছাড়

রাজ্যের শাসক দলের অনুরোধে কিছুদিন আগেই জয়গাঁওয়ের চাইনিজ লাইন খুলে দেবার কথা জানিয়েছিল ভুটান সরকার।

Must read

সংবাদদাতা,আলিপুরদুয়ার : রাজ্যের শাসক দলের অনুরোধে কিছুদিন আগেই জয়গাঁওয়ের চাইনিজ লাইন খুলে দেবার কথা জানিয়েছিল ভুটান সরকার। এবার ফের একবার ভারতীয় ব্যবসায়ীদের জন্য নমনীয় পদক্ষেপ গ্রহণ করল প্রতিবেশী দেশ ভুটান। ভুটানের ক্যাবিনেট সচিব কেসাং ডেকি এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার জানান যে, আগামী ১৪ এপ্রিল থেকে ভুটানের ভারতীয় সীমান্ত লাগোয়া চার শহর সামচি, ফুন্টসোলিং, গেলেফু ও সামদ্রুপজংখায় ভারতীয় ব্যবসায়ীরা প্রবেশ করলে চব্বিশ ঘণ্টার জন্য মাথাপিছু ১২০০ টাকা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হবে না।

আরও পড়ুন-রাজ্যের উন্নয়ন ও বিকাশ সওয়ার হবে নতুন পথে, বঞ্চনা সত্ত্বেও মেদিনীপুর পথ-যোগে পথ দেখাবে

এছাড়াও আলিপুরদুয়ার জেলার সীমান্ত সংলগ্ন ভুটানের ফুন্টসোলিং শহরে পথচারী টার্মিনাল দিয়ে ঢুকতে ও বের হতে আগে যেমন প্রতিবার মাথা পিছু ২০ টাকা গুনতে হত, এখন থেকে ওই নিয়ম পরিবর্তন করে শুধুমাত্র ভুটানে প্রবেশের সময়ই দশ টাকা দিতে হবে। বের হবার সময় কোনও টাকা লাগবে না। আপাতত আগামী এক বছরের জন্য এই নিয়ম লাগু থাকবে। তারপর পরিস্থিতির বিচারে সিদ্ধান্ত নেবে ভুটান ক্যাবিনেট। ভুটানের ওই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরে ভারতীয় ব্যবসায়ী মহল ভুটানের রাজধানী থিম্পু ও আর এক গুরুত্বপূর্ণ বাণিজ্য নগর পারোর ক্ষেত্রেও একই ধরনের শিথিলতা দাবি করেছেন।

আরও পড়ুন-গাড়ি এখন বিরাটের কাছে নিছকই খেলনা

কোভিড সংক্রমণের আগে ভারতীয় ব্যবসায়ী ও পর্যটকদের জন্যে ভুটানের দ্বার অবারিত ছিল। কিন্তু কোভিড-পরবর্তী সময়ে দীর্ঘ আঠারো মাস বন্ধ রাখার পর, যখন ফের ভুটান গেট খোলা হয়, তখনই ভুটান সরকার মাথাপিছু দৈনিক ১২০০ টাকা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি-সহ আরও বেশ কিছু বোঝা চাপিয়ে দেয় ভারতীয় ব্যবসায়ী ও পর্যটকদের ওপর।

Latest article