দক্ষিণ ২৪ পরগনার বাজারে টাস্ক ফোর্সের টানা অভিযান

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন গঠিত টাক্স ফোর্সের কর্তারা শনিবার জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখলেন।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় বাজার পরিদর্শনে নেমেছে টাস্ক ফোর্স। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন গঠিত টাক্স ফোর্সের কর্তারা শনিবার জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখলেন। অভিযানের পর জানা যায়, আগের থেকে তুলনায় পাইকারি ও খুচরো বাজারে আলু-পেঁয়াজ, কাঁচা আনাজের দাম অনেক কমেছে৷ মহকুমা শাসক, ডিএমডিসি, লিগাল সেল, কৃষি–সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে জেলা টাস্ক ফোর্স৷

আরও পড়ুন-বাগদায় জিতেই বড়মার ঘর পুনরুদ্ধার করলেন মধুপর্ণা

তত্ত্বাবধানে অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল৷ টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো ও পাইকারি আড়তদারদের সঙ্গে কথা বলেন। দাম যাতে বেশি নেওয়া না হয় সেই বিষয়ে সতর্ক করেন ব্যবসায়ীদের। টাস্ক ফোর্সে থাকা জেলা কৃষি বিপণন আধিকারিক সুজয় মুখোপাধ্যায় জানান, বারুইপুরের কাছারিবাজার, গড়িয়া স্টেশন বাজার, সূর্যপুর বাজার, আমতলা কিষাণ মাণ্ডি–সহ বেশ কয়েকটি পাইকারি ও খুচরো বাজার পরিদর্শন করেন৷ তাঁর কথায়, সবজির দাম আগের তুলনায় অনেকটাই আয়ত্তে এসেছে৷ এসব বাজারে আলু ৩২–৩৩ টাকা, পেঁয়াজ ৪০–৪৫ টাকা কেজি দরে সাধারণ মানুষ নিতে পারছেন। জেলাজুড়ে এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি৷

Latest article