হাইকোর্টে খারিজ শুভেন্দুর আর্জি

Must read

প্রতিবেদন : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court- Suvendu Adhikari) বড়সড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা মানহানির মামলায় শুভেন্দুর স্থগিতাদেশের আর্জি শনিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে। এর আগে প্রকাশ্য জনসভায় কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলেছিলেন শুভেন্দু অধিকারী (Calcutta High Court- Suvendu Adhikari)। শুভেন্দুর এই মন্তব্যের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নিম্ন আদালতে সেই মামলা চলছিল। বিরোধী দলনেতা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সবসময় সশরীরে আদালতে হাজিরা দিতে পারবেন না বলে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর সেই আরজি খারিজ হয়ে যায়। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক। নিম্ন আদালতের ওই নির্দেশে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। জানিয়ে দেয়, বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দিতে হবে না। পাশাপাশি, এই তদন্ত স্থগিত করার আবেদনও জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু শনিবার সেই আর্জি খারিজ হয়ে গেল আদালতে। বিচারপতি জানিয়ে দিলেন মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে। এর ফলে বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। মামলাটি গ্রহণযোগ্য বলেই স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। শুনানি চলাকালীন অন্তর্বর্তী সময়ে শুভেন্দু আইনজীবী মারফত আদালতে হাজিরা দিতে পারবেন বলেও এদিন জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন-বাজারদরে লাগাম টানতে বদ্ধপরিকর রাজ্য, জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Latest article