স্পিকারকে ‘অপমান’ বিরোধী দলনেতার, শুভেন্দুর হয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার প্রস্তাব আনার কথা ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Must read

বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ ঘিরে তুমুল গোলমাল বিধানসভায়। বিজেপি বিধায়কদের হৈ-হট্টগোলে সোমবার উত্তপ্ত রাজ্য বিধানসভা। আজ প্রথমে বলতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) অপমান করেন। তার জেরে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দেন বিধানসভর অধ্যক্ষ। শুভেন্দুর হয়ে স্পিকারের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, “রাজ্যপালকে (CV Ananda Bose) দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে বিধানসভা।” রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি এবং সন্ত্রাসের প্রসঙ্গও ছিল না বলে দাবি বিরোধী দলনেতার। সেই সময় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় বিমান বন্দ্যোপাধ্যায়ের। নিজের বক্তব্য শেষ না করেই অধ্যক্ষকে লক্ষ্য করে শুভেন্দু কুৎসিত অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। “স্পিকার হায় হায়” বলে চিৎকার করে ওয়াকআউট করে বিরোধীদল।

 আরও পড়ুন: বাংলায় বাম-বিজেপি দোস্তি আর ত্রিপুরায় কুস্তি

স্পিকার অভিযোগ করেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিরোধী দলনেতা। এরপরেই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার প্রস্তাব আনার কথা ঘোষণা করেন বিমান। রাজ্যপালের ভাষণ নিয়ে জবাবি বক্তব্য রাখতে উঠে শুরুতেই স্পিকারের কাছে বিরোধী দলনেতার আচরণের জন্য তাঁর হয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article