প্রতিবেদন : দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর তদন্তে এবার শুভেন্দু অধিকারীকে সোমবার ডেকে পাঠিয়েছে সিআইডি। সকাল সাড়ে এগারোটায় ভবানী ভবন যাওয়ার কথা। রবিবার বিকেল পর্যন্ত শুভেন্দুর খোঁজ পায়নি মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুক চিতিয়ে নিজেই বলছেন ইডির নোটিশে সাড়া দিয়ে যাবেন, তখন শুভেন্দুর কোনও খবর নেই। বিজেপি সূত্র বলছে, তিনি যাবেন না সোমবার। এড়িয়ে যাবেন। তাঁর তরফ থেকে চিঠি যাবে। শুভেন্দু আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। এসংক্রান্ত কোনও আইনি জটিলতা তুলে হাজিরা কাটাতে মরিয়া হয়ে গিয়েছেন শুভেন্দু। সত্যিই এড়ালে তাঁর কাপুরুষতা আবার প্রমাণ হবে।
আরও পড়ুন: শিক্ষক দিবসেও ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস
এদিকে শুভেন্দুর গাড়ির চালক ও এক বন্ধুকেও ডেকেছে সিআইডি। মঙ্গলবার তাদের হাজিরার কথা। দিলীপ ঘোষ এদিন বলেন,” শুভেন্দু বিজেপি করছে বলে মামলা।” পাল্টা কুণাল ঘোষ বলেন,” ওটা দিলীপবাবুর মুখের কথা। মনের কথা নয়। তিনিও শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা চান। একটা মৃত্যুর তদন্তে বয়ান নিলেও দোষ? আর নারদা, সারদায় নাম থাকলেও যে সিবিআই, ইডি গ্রেপ্তার করছে না শুভেন্দুকে, এটা তো বিজেপিতে নাম লিখিয়েছে বলে।”