প্রতিবেদন : হাইকোর্টে মুখ পুড়ল গদ্দারের। আদালতে (Calcutta High Court) ধোঁপে টিকল না তার আপত্তি। বৃহস্পতিবার সরাসরি খারিজ হয়ে গেল তার আর্জি। ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলের অনুমতি দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে মিছিলের জন্য যে আর্জি জানিয়েছিল গদ্দার, এদিন তাও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন বাংলায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত সবধর্মের মানুষকে নিয়ে একটি মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী নিজে।
আরও পড়ুন- বিশ্বশ্রেষ্ঠ হবে কলকাতা বইমেলা
এ ছাড়া জেলায় জেলায়, ব্লকে ব্লকেও হওয়ার কথা তৃণমূলের সংহতি মিছিল। কিন্তু বিরোধী দলনেতা এই মিছিলে আপত্তি জানিয়ে দ্বারস্থ হয় হাইকোর্টের (Calcutta High Court)। মিছিলের দিন বদলের আর্জি জানায়। কিন্তু সেই আপত্তি সরাসরি অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলে অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে শুধু গদ্দারই জোর ধাক্কা খেল না আদালতে, তীব্র অস্বস্তির মুখোমুখি গেরুয়া শিবিরও।