বঙ্গ

Suvendu Adhikary: পুরভোটে উধাও, দলীয় বিধায়করাও অসন্তুষ্ট, বিজেপিতে কোণঠাসা এবার শুভেন্দু

গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই নিজের হাতে সব দায়িত্ব তুলে নিতে গিয়েছিলেন। কেন্দ্রের নেতাদের গুডবুকে আসতে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (TMC) নেতাদের বিরুদ্ধে ক্রমাগত ব্যক্তি কুৎসা, গঠনমূলক সমালোচনার বাইরে গিয়ে আক্রমণ করেই গিয়েছেন তিনি। কিন্তু এবার সেই গেরুয়া শিবিরেরই একটি অংশের অভিযোগ, নিজের কর্তৃত্ব বজায় রাখতে বঙ্গ বিজেপির মধ্যেও সুকৌশলে বিভাজন তৈরি করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-নবান্নে কমান্ড সেন্টার

বিজেপির অন্দরের খবর, দল এবং পরিষদীয় পরিসরে ক্রমশ কোণঠাসা হচ্ছেন শুভেন্দু অধিকারী।

সব বিষয়ে কর্তৃত্ব ফলানোর চেষ্টা থেকে বদ মেজাজ, সবজান্তা ও অহংকারী মনোভাবে শুভেন্দুর উপর বিরক্ত হচ্ছেন বিজেপি বিধায়করা।
ক্রমেই আস্থা হারাচ্ছেন তাঁরা। বিভিন্ন ইস্যুতে সকলের মত না নিয়ে নিজের মত সকলের উপর চাপিয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। ফলে বিরোধী দলনেতাকে নিয়ে ক্ষোভ বাড়ছে বিরোধী বিধায়কদের মধ্যেই।

আরও পড়ুন-আজ সামনে জামশেদপুর

একুশের বিধানসভা ভোট ও সম্প্রতি হয়ে যাওয়া উপনির্বাচনগুলিতে অনেক লাফালাফি করেও খুব বাজেভাবে দলকে ডুবিয়েছেন শুভেন্দু। তিনি যেখানে দায়িত্ব নিয়েছেন বা প্রচারে গিয়েছেন, সেখানেই বিজেপি প্রার্থীরা মুখ থুবড়ে পড়েছেন। স্পষ্ট হয়ে গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতার কোনও গ্রহণযোগ্যতা নেই রাজ্যের মানুষের কাছে। ভোটারদের কাছে। এমনকি, দলের একটি বড় অংশ তাঁর উপর আস্থা হারিয়েছে। হাওড়াতে শুভেন্দুর জন্য দলের সংগঠন ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে অভিযোগ আদি বিজেপির একটি অংশের।

আরও পড়ুন-লক্ষ্মণ বললেন বিরাটকে আরও ধৈর্য ধরতে হবে

উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সহ বেশ কিছু জেলার বিধায়কদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ককে নিয়েই ব্যস্ত থাকেন। পরিষদীয় বিষয়ে সমস্ত আলোচনা তাঁদের সঙ্গে করেই সিদ্ধান্ত নেন। বিশেষ করে বিজেপির নতুন বিধায়কদের উপেক্ষা করার প্রবণতা আছে তার মধ্যে। এ প্রসঙ্গে বিজেপির মুখ্য সচেতক বিধায়ক মনোজ টিগ্গার কাছে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। বিষয়টি মনোজ টিগ্গা স্বীকার করেছেন।

প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র পরিষদীয় বিষয়গুলি দেখতে বলা হয়েছে। দলীয় সংগঠনের তাঁর কোনও দায়িত্ব বা ভূমিকা নেই। তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে দলীয় বিধায়কদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন-চোটে জেরবার ইস্টবেঙ্গল

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের ময়দান থেকে উধাও শুভেন্দু অধিকারী। কিছুদিন তিনি নামসংকীর্তন নিয়ে ব্যস্ত থাকবেন বলে শোনা যাচ্ছে। কলকাতা পুরভোটে শুভেন্দুর নিষ্ক্রিয়তা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, কলকাতা শুভেন্দু অধিকারীর কার্যক্ষেত্র নয়। কলকাতার রাজনীতি উনি করেননি। তাই হয়তো উনি পুরভোটে সময় দিচ্ছেন না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago