ফাইল ছবি
শুক্রবার নিঃশব্দে সংসদ ভবনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। পরে তিনি বলেন,” নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে কথা হয়েছে।”
কিন্তু এ নিয়েই চূড়ান্ত বিরক্ত আদি বিজেপি শিবির। সূত্রের খবর, এবারও দিলীপ ঘোষ জানতেন না। আরও খবর, শুভেন্দু সংসদে গেলেও নিজের দলের সাংসদদের সঙ্গে দেখা করেননি বলে তাঁরা বিরক্ত। রাজ্য কমিটির নেতাদের মতে বাংলা নিয়ে আলোচনায় একা একা পরিষদীয় নেতা যান কেন? রাজ্য সভাপতি বা পদাধিকারীরা কেন যাবেন না?
আরও পড়ুন-রাজ্যসভা থেকে সাসপেন্ড শান্তনু সেন, প্রতিবাদে সরব কুণাল
এদিকে, আদি বিজেপির একটি অংশের বক্তব্য মূলত ২ টি কারণে নিঃশব্দে গিয়েছেন শুভেন্দু।
প্রথমত, অমিত নাকি তাঁকে ডেকেছিলেন মূল সতর্ক করতে। কারণ শুভেন্দু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ফোনের কল লিস্ট এবং কল রেকর্ডিং তাঁর কাছে থাকার কথা বলে কেন্দ্রের নাম জড়িয়ে পেগাসাস অভিযোগ প্রতিষ্ঠা করে দিয়েছেন, তাতে দিল্লি অস্বস্তিতে। শুভেন্দুর বেলাগাম কথায় বিপাকে পড়ছে তারা। তাই শুভেন্দুকে ডেকে ধমক দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, বাবা শিশির অধিকারী দলত্যাগবিরোধী আইনের ইস্যুতে লোকসভা থেকে চিঠি পেয়েছেন। এই বিষয়টিতে বাবার সাংসদপদ রক্ষার চেষ্টার পথ নিয়ে আলোচনা করতে শুভেন্দু শাহের কাছে গিয়েছিলেন বলে আদি বিজেপির বড় অংশের বক্তব্য।
আরও পড়ুন-ঝুট বোলে কাউয়া কাটে: ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে বিজেপিকে খোঁচা মমতার
এ নিয়ে টুইট করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও তীব্র কটাক্ষ করে তিনি বলেন,” আমাকে তো এক আদি বিজেপি নেতা ফোনে বললেন ওকে ধমকাতে ডেকেছিল। কে ফোন করেছিলেন বলব না। শুভেন্দুর কাছে পেগাসাস আছে। আমার ফোন ট্যাপ করে জেনে নেবে নিজেই।”
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…