আজ ১২ জানুয়ারি। আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬০-তম জন্মবার্ষিকী। ১৯৮৪ সালে ভারত সরকার এই দিনটিকে ‘জাতীয় যুব দিবস’ হিসেবে ঘোষণা করে। সারা দেশজুড়ে এইদিনটি ‘জাতীয় যুব দিবস’ পালিত হয় তাঁর স্মরণে। যুবশক্তির অন্যতম আদর্শ তিনি। বিবেকানন্দর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: সল্টলেকের অস্থায়ী বাজারে আগুন, পুড়ে ছাই বেশ কিছু দোকান
মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “যুব সমাজের প্রথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শিক্ষা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মানবজাতির সেবা ও ভক্তির পথে চলতে। তাঁর দেখানো আলো যেন আমাদের সকলকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়।”
I pay my humble homage to the visionary spiritual leader Swami Vivekananda on his birth anniversary.
His teachings have inspired generations to walk on the path of service and devotion to mankind.
May the light shown by him guide us all to spiritual salvation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 12, 2023
যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে”- বার্তা স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda)।