স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বিবেকানন্দর (Swami Vivekananda) স্মরণে তিনি লেখেন, “এমন এক সময়ে যখন বিভেদ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন স্বামীজির সর্বজনীন ভ্রাতৃত্ব এবং ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে আছে।“
আরও পড়ুন-মোদির আয়ুষ্মান ভারত, নাকাল হচ্ছেন রোগীরা
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক লেখেন,
“স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে, আমি সেই মহান আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যার চিন্তাভাবনা ভারতের নৈতিক ও বৌদ্ধিক বিবেককে আলোকিত করে চলেছে।
করুণার মধ্যে নিহিত শক্তি, যুক্তিসঙ্গত বিশ্বাস এবং সহানুভূতি-সহ সেবার জন্য তাঁর আহ্বান আজও গভীরভাবে প্রাসঙ্গিক। স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানবতার সেবা করাই হল ঐশ্বরিক সেবা করা।“
আরও পড়ুন-বিজেপি-শিন্ডের ইস্তাহারেও বাংলাবিদ্বেষ
এর পরেই সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টির গেরুয়া শিবিরের প্রচেষ্টাকে নাম না করে কটাক্ষ করেন অভিষেক(Abhishek Banerjee)। লেখেন, “এমন এক সময়ে যখন বিভেদ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন স্বামীজির সর্বজনীন ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে আছে।“

