প্রতিবেদন : ৮ জানুয়ারি স্টুডেন্ট উইকের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে দ্বাদশের জন্য স্বামী বিবেকানন্দের ‘হিজ কল টু দ্য নেশন’ বইটিও অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। এবার সেই মতোই একাদশে অবশ্যপাঠ্য হিসেবে ‘হিজ কল টু দ্য নেশন’ বইটি অন্তর্ভুক্ত করা হল। তবে, এই বইটি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম এবং মানসিক দৃঢ়তা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির জন্য বইগুলি স্কুলে পড়ানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, রাজ্য পুস্তক পর্ষদের তরফে বিনামূল্যে এই বইটি দেওয়া হবে। স্কুল থেকেই পড়ুয়ারা এই বইগুলো পাবে।
আরও পড়ুন-বাতিল বিনেশ, বিতর্কে অন্য গন্ধ
শিক্ষা মহল স্বামীজির ‘হিজ কল টু দ্য নেশন’ বইটি একাদশে পাঠ্য করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তবে একাদশে যেহেতু চাপ কম তাই এই বই পড়তে অসুবিধে হবে না। কিন্তু অনেকেই সংশয় প্রকাশ করেছেন, তরুণের স্বপ্ন দশম স্তরে পাঠ্য করায় মাধ্যমিকের চাপে তা পড়ুয়াদের কাছে কতটা গুরুত্ব পাবে। এই প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান, শিক্ষকদেরই পডুয়াদের বইটির গুরুত্ব বোঝাতে হবে। তরুণের স্বপ্ন বইটি কেউ একবার পড়া শুরু করলে তার ভাল লেগে যাবে৷ গুরুত্ব বুঝতে পারলে সকল পড়ুয়াই ভালবেসে বইটি পড়বে।