অস্ট্রেলিয়ায় এবার দুষ্কৃতীদের নিশানায় হিন্দু মন্দির। বুধবারই অ্যাডিলেডে ভারতীয় পড়ুয়াকে বর্ণবিদ্বেষের শিকারের ঘটনা সামনে এসেছি। এবার মেলবোর্নের বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরে (Swaminarayan Temple) ভাঙচুর, দেওয়ালজুড়ে বর্ণবিদ্বেষ মূলক গ্রাফিতি এঁকে দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে এই মন্দিরের পবিত্রতা নষ্টের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার প্রবাসী হিন্দুরা। ঘটনাটি ২১ জুলাইয়ের।
বাদামি ত্বকের মানুষের প্রতি ঘৃণা উগরে দেওয়া বার্তা লেখা হয়েছে মন্দিরের দেওয়ালে। কয়েকদিন আগে একই বার্তা বোরোনিয়ার দুই এশিয়ান রেস্তোরাঁর দেওয়ালেও লিখে দিয়েছিল দুষ্কৃতীরা। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার হিন্দু কাউন্সিলের সভাপতি মকরন্দ ভাগবত এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা (Swaminarayan Temple) বলে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: বিজেপির পরিযায়ী নেতাকে ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস
স্বামীনারায়ণ মন্দিরের ঘটনার তীব্র নিন্দা করেছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার (শীর্ষ প্রশাসক) জ্যাকিন্টা অ্যালানও। পুলিশকে মন্দিরে ভাঙচুরের সঙ্গে সঙ্গে এশিয়ান রেস্তোরাঁয় গ্রাফিতির বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।