নয়াদিল্লি, ২৩ অগাস্ট: অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের লং জাম্পে রুপো জিতে সবাইকে চমকে দিয়েছেন ১৭ বছরের শৈলী সিং। তিনি মাত্র ১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করেন। ছাত্রীর এই কৃতিত্বে দারুণ খুশি প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। কোনও রাখঢাক না করেই তিনি জানাচ্ছেন, ‘শৈলী যদি অদূর ভবিষ্যতে জেতে আমি খুশি হব।’
আরও পড়ুন : করোনা সচেতনতার প্রচারে শিব-যোমরাজ!
৪৪ বছর বয়সি অঞ্জু নিজে ২০০৩ সালে প্যারিসে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে ব্রোঞ্জ জিতেছিলেন। সেবার তিনি ৬.৫৯ মিটার লাফিয়েছিলেন। এছাড়া ২০০৪ এথেন্স অলিম্পিকের আসরে পঞ্চম হলেও, ৬.৮৩ মিটার লাফি্য়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন অঞ্জু। যা আজও কোনও ভারতীয় স্পর্শ করতে পারেননি।
আরও পড়ুন :পাট্টা পেয়ে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীকে
প্রসঙ্গত, অঞ্জু ও তাঁর স্বামী রবার্ট ববি জর্জের কাছেই ট্রেনিং নেন শৈলী। রবিবার ৬.৫৯ মিটার লাফিয়ে রুপো জয়ের পথে অঞ্জুর প্যারিসের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন শৈলী। রবার্টের দাবি, আগামী তিন বছরের মধ্যেই অঞ্জুর এথেন্সের রেকর্ডও ভেঙে দেবেন শৈলী। এই প্রসঙ্গে অঞ্জুর মন্তব্য, ‘‘শৈলি যদি আমার রেকর্ড ভেঙে দেয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব।’’ তাঁর বাড়তি সংযোজন, ‘‘ওর বয়স মাত্র সতেরো। তবে অসম্ভব প্রতিভাবান। আমি নিশ্চিত শৈলী আমাকেও টপকে যাবে।’’