এশিয়ান গেমসে বড় দায়িত্ব স্বপনের

Must read

প্রতিবেদন : চলতি বছর আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংঝৌয়ে আয়োজিত হবে ১৯তম এশিয়ান গেমস। তার জন্য প্রস্তুতি যেমন চলছে প্রতিযোগীদের, তেমনই তৎপরতা চলছে প্রশাসনিক স্তরেও। এমন একটা পরিস্থিতিতে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) পেল বড় সম্মান। বিওএ-র সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়কে (Swapan Banerjee) ডেপুটি শেফ দ্য মিশনের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিওএ সভাপতিকে চিঠি দিয়ে তাঁর নিয়োগের কথা জানিয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি নরিন্দর ধ্রুব বাত্রা। আসন্ন এশিয়ান গেমসে শেফ দ্য মিশন হিসেবে মনোনীত করা হয়েছে ভারতীয় উশু সংস্থার সভাপতি ভূপিন্দর সিং বাজওয়াকে। এশিয়ান গেমসে ডেপুটি শেফ দ্য মিশনের দায়িত্ব পেয়ে গর্বিত বিওএ সভাপতি বাবুন। বলেন, ‘‘এত বড় দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। রীতিমতো গর্ববোধ করছি। আমি গর্বিত যাঁর জন্য, তিনি হলেন আইওএ সভাপতি নরিন্দর বাত্রা। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাই।” জাকার্তা এশিয়ান গেমসে ভারত অষ্টম স্থানে শেষ করেছিল। পদক জিতেছিল ৬৯টি। বাবুনের (Swapan Banerjee) আশা, এবার ভারত আরও বেশি পদক জিতবে। বললেন, ‘‘আমাকে যে সম্মান দিয়েছে আইওএ, তার মর্যাদা রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন:  বালি-পাথর-মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, বিরাট সাফল্য

Latest article