এদের মতোই কারও হাতে খুন স্বপ্নদীপ, বললেন বাবা

শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যেভাবে শিক্ষামন্ত্রী ও অধ্যাপকদের উপর হামলা চালানো হয়েছে তাতে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল।

Must read

প্রতিবেদন : যাদবপুরের উচ্ছৃঙ্খল এই ধরনের ছাত্রদের জন্যই আমার ছেলের মৃত্যু হয়েছে। শনিবার শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় গর্জে উঠলেন যাদবপুরের মৃত ছাত্র স্বপ্নদীপের বাবা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের জেরে মৃত নদিয়ার ছাত্রের বাবা বলেন, এই ছেলেমেয়েদের উচ্ছৃঙ্খলতার বলি আমার ছেলে। গতকালের ঘটনায় কারও প্রাণ গেলে দায় কে নিত! ওই বিশ্ববিদ্যালয় এখন অন্ধকার জগতে পরিণত হয়েছে। গোটা ঘটনায় ধিক্কার জানিয়ে তিনি বলেন, ছেলে হারানোর যন্ত্রণায় প্রতিদিন বিদ্ধ হতে হচ্ছে।

আরও পড়ুন-কঙ্গোয় অজানা রোগের মাত্রাছাড়া আতঙ্ক মৃতের সংখ্যা বেড়ে ৫৩

শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যেভাবে শিক্ষামন্ত্রী ও অধ্যাপকদের উপর হামলা চালানো হয়েছে তাতে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। শিক্ষা বন্ধুর অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অফিসের সামনে এখনও দাঁড়িয়ে দমকলের ইঞ্জিন। সব মিলিয়ে থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর।

Latest article