টলিউডে সমন্বয় বাড়াতে একাধিক পরিকল্পনা স্বরূপের

কলাকুশলীদের সুস্থ-সুন্দর কাজের পরিবেশ ফেরাতে সমন্বয় বাড়াতে উদ্যোগী টেকনিশিয়ান ফেডারেশন। শুরু হল ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ

Must read

প্রতিবেদন : কলাকুশলীদের সুস্থ-সুন্দর কাজের পরিবেশ ফেরাতে সমন্বয় বাড়াতে উদ্যোগী টেকনিশিয়ান ফেডারেশন। শুরু হল ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ। ৭০ দিনের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ হবে ক্যান্টিন, শৌচালয়, সেটের সরঞ্জাম রাখার গোডাউন নির্মাণের কাজ। চ্যানেল কর্তৃপক্ষ, প্রোডিউসার এবং ফেডারেশনের মধ্যে কিছুদিন আগে ত্রিপাক্ষিক বৈঠকের পর শনিবার ইন্দ্রপুরী স্টুডিও সরেজমিন ঘুরে দেখেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

আরও পড়ুন-স্মরণে মহাশ্বেতা দেবী

ছিলেন ইন্দ্রপুরী স্টুডিওর কর্ণধার তেজেশ দোশি, প্রযোজক নিশপাল রানে, নীতীশ শর্মা, নীলাঞ্জনা শর্মা-সহ একাধিক সিরিয়ালের প্রযোজকরা। ফেডারেশন সভাপতি জানিয়েছেন, কলাকুশলীদের সুস্থ-সুন্দর কাজের পরিবেশ ফেরাতে আমরা প্রথম থেকেই সক্রিয় ছিলাম, এখনও আছি। প্রোডিউসাররা সবাই সহযোগিতা করছেন। টেকনিশিয়ানদের তরফেও সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছি। এদিন প্রযোজক ও ফেডারেশনের বৈঠকে নেওয়া হয় একগুচ্ছ সিদ্ধান্ত। ঠিক হয়েছে, ৭ দিনের মধ্যে স্টুডিও সাফাইয়ের পাশাপাশি ত্রিপাক্ষিক কমিটিকে ‘ফায়ার সার্টিফিকেট’ জমা দেবে কর্তৃপক্ষ। একমাসের মধ্যে শৌচালয়ের নবনির্মাণ হবে, পৃথক শৌচালয় হবে মহিলাদের জন্য। ২০ দিনের মধ্যে ক্যান্টিন সম্প্রসারণের পাশাপাশি পরিকাঠামোর আধুনিকীকরণ হবে। ৩০ দিনের মধ্যে শুটিংয়ের সরঞ্জাম পৃথকভাবে রাখতে স্টুডিও কর্তৃপক্ষ গোডাউনের ব্যরবস্থা করে দেবে। ফেডারেশন সভাপতির হস্তক্ষেপে ফ্লোরের বাইরে অথচ স্টুডিও চত্বরে শুটিংয়ের ভাড়া অর্ধেক করা হয়েছে। নির্দিষ্ট জোন ছাড়া অন্য কোথাও ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Latest article