নয়া ল্যান্ডমার্ক ছুঁল স্বাস্থ্যসাথী, সোশ্যালে সাফল্য-বার্তা মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলক স্পর্শ করল বাংলার স্বাস্থ্যসাথী। প্রকল্প প্রণয়নের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী আবারও এক রেকর্ড গড়ল

Must read

প্রতিবেদন : নয়া মাইলফলক স্পর্শ করল বাংলার স্বাস্থ্যসাথী। প্রকল্প প্রণয়নের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী আবারও এক রেকর্ড গড়ল। স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালে ভর্তি ছুঁয়ে ফেলল এক কোটির ল্যান্ডমার্ক। সোশ্যাল মিডিয়ার সেই সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার সরকারের সকলের অন্তর্ভুক্তিতে স্বাস্থ্যবিমা নিশ্চয়তার প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ গত ৩১ অক্টোবর ২০২৫-এ হাসপাতালে ভর্তিতে এক কোটির মাইল ফলক ছুঁয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তহবিল থেকেই ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবার সুবিধা তুলে দেওয়া হয়েছে নাগরিকদের।

আরও পড়ুন-১৯৭৬ থেকে ১৯৯৬, এবার বইমেলায় হবে ছবি প্রদর্শনী কলকাতা বুকফেয়ার : থিম কান্ট্রি আর্জেন্টিনা

এদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের বাস্তব সুবিধার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাসিন্দা যে কোনও নাগরিক, যাঁরা অন্য কোনও রাজ্যের প্রকল্পের আওতায় নেই, তাঁরা ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা পান। পশ্চিমবঙ্গের ৮.৫ কোটির বেশি নাগরিক এই প্রকল্পের আওতাধীন। সফলভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, এটি একটি বলিষ্ঠ তথ্যপ্রযুক্তির প্ল্যাটফর্ম এবং সহযোগী হাসপাতালগুলির সঙ্গে সময়মাফিক লেনদেনের মাধ্যমে উপভোক্তাদের দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা প্রদান সম্ভব হয়। নাগরিকদের যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে পাশে থাকে আমাদের সরকার।

Latest article