জনস্রোতে শপথ ধরনা মঞ্চে

বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা ধরনা কর্মসূচি দশম দিনে পড়ল রবিবার

Must read

প্রতিবেদন : যত দিন যাচ্ছে রেড রোডের ধরনায় উপচে পড়ছে জনস্রোত। আর এই জনস্রোত থেকেই তৃণমূল কংগ্রেস শপথ নিল লোকসভায় বিজেপিকে বোল্ড আউট করার। রবিবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডের ধরনা ছিল হাওড়া তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে। সেখানেই তৃণমূল কংগ্রেস সম্মিলিত আওয়াজ তুলল বিজেপিকে লোকসভা ভোটে রাজনৈতিকভাবে ধূলিসাৎ করার।

আরও পড়ুন-সন্দেশখালি রাম-বামের দুই উসকানিদাতাই জালে

বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা ধরনা কর্মসূচি দশম দিনে পড়ল রবিবার। দলনেত্রীর নির্দেশে বাংলার ২১ লক্ষ বঞ্চিত সাধারণ খেটে-খাওয়া মানুষের হয়ে এদিন রেড রোডে ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ডাঃ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, অরূপ রায়, জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষ, বিধায়ক সমীর পাঁজা, ডাঃ নির্মল মাজি, বিদেশ বসু, সুকান্ত পাল, রাজা সেন, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়া জেলা তৃণমূলের অন্য শীর্ষ নেতৃত্বরা। এ-ছাড়াও ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপ বক্সি-সহ জয়প্রকাশ মজুমদার, বাবুন বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, ঋজু দত্ত প্রমুখ। বিধায়ক নির্মল মাজি বলেন, বাংলার খেটে খাওয়া মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি আমাদের এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজন ও হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধেও। দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকারের উইকেট বাঁচানোর লড়াই। বাংলার মানুষ এমন বোলিং করবে, বাংলার ১৮ জন বিজেপি সাংসদ একে একে বোল্ড আউট হয়ে যাবেন।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রধানমন্ত্রী এমন বোমা মেরেছেন যে, ৪৫০ টাকার গ্যাসের দাম হয়ে গিয়েছে ১২০০ টাকা! কেরোসিন, পেট্রোল-ডিজেল, জীবনদায়ী ওষুধ— সবকিছুই বোমা মেরে বাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। তার জবাব বাংলার মানুষ লোকসভা ভোটেই দেবেন। বিধায়ক বিদেশ বসু বলেন, বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জান-প্রাণ দিয়ে ভালবাসেন। সেই হিংসা থেকেই বাংলার মানুষের কোটি কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি আসলে বাজে পার্টি, থার্ডক্লাস পার্টি। শুধু বক্তৃতা আর বকবক করা পার্টি। রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে চারজন রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছেন, তার মধ্যে ৩ জন মহিলা। তিনি নারীদের সম্মান দিতে জানেন। আর নরেন্দ্র মোদি নারীসুরক্ষার মুখোশ পরে থাকেন।
ঋজু বসু বলেন, ২৪-এর লোকসভায় বাংলায় ৪২-এ ৪২টাই জিতবে তৃণমূল কংগ্রেস। আর ২০২৬-এ এই রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। কল্যাণ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, তারা মাথা নিচু করতে জানে না।

Latest article