প্রতিবেদন : বিমানে মদ খেয়ে মাতলামি করা যেন এক সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এবার ইন্ডিগোর ৬-ই-১০৫২ বিমানে (Bangkok-Mumbai IndiGo flight) ফের এক মদ্যপ যাত্রীর অসভ্যতার কথা সামনে এল। এরিক হারাল্ড নামে ৬২ বছরের ওই যাত্রী বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরেন। বিষয়টি পাইলট সঙ্গে সঙ্গেই জানান মুম্বই এটিসিকে। বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। ধৃত যাত্রী সুইডেনের নাগরিক। বিমানটি ব্যাংকক থেকে মুম্বই (Bangkok-Mumbai IndiGo flight) আসছিল। ধৃতযাত্রীকে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি অবশ্য জামিন পান। জানা গিয়েছে, মাঝ আকাশে ওই ব্যক্তি প্রথমে বছর ২৪-এর এক বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করেন। এরপর একসময় সিট ছেড়ে ওই এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই বিমান কর্মী। পাশের যাত্রীরা ক্ষোভ জানালে ওই সুইডিশ নাগরিক সহযাত্রীদের মারতে উদ্যত হন।
এক সহযাত্রী বলেছেন, বাস বা ট্রেন হলে তাঁরা সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে নামিয়ে দিতেন। কিন্তু বিমানে সেই সুযোগ নেই, সে কারণেই তাঁদের এই অসভ্যতা মুখবুজে সহ্য করতে হয়েছে। জানা গিয়েছে, টুরিস্ট ভিসা নিয়ে ওই সুইডিশ ব্যক্তিটি এশিয়ার বিভিন্ন দেশে বেড়াতে এসেছেন। গত তিন মাসে ইন্ডিগোর অষ্টম বিমান যাত্রীকে গ্রেফতার করা হল।
আরও পড়ুন- আধার না থাকলেও মিলবে রেশন