সংবাদদাতা, আলিপুরদুয়ার : ফের চেনা ব্যস্ততা। কুয়াশামাখা পাহাড়ের রাস্তা ধরে চা-বাগানে হাজিরার লাইন। সন্ধেয় ঘরে ফেরা। সাত বছর পর পুরনো দিন ফিরে পাচ্ছেন মধু চা-বাগানের শ্রমিকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রে উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর সোমবার খুলছে ডুয়ার্সের মধু চা-বাগান।
বাগান শ্রমিকদের জন্য এটা মুখ্যমন্ত্রীর ইংরেজি নতুন বছরের সেরা উপহার। শনিবার বিকেলে শিলিগুড়িতে শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়। ইংরেজি নতুন বছরের উৎসব পালনের পূর্বে চা-বাগান খোলায় খুশির হাওয়া মধু চা-বাগানের শ্রমিক মহল্লা জুড়ে।
আরও পড়ুন-ভোটের উৎসব দেখল মহানগরী
উল্লেখ্য, ২০১৪ সালে সেপ্টেম্বর মাসে বোনাস নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়ে যায় ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা-বাগান। দীর্ঘ ৭ বছর ২ মাস বন্ধ থাকার পর চা-বাগান খুলছে। বাগান বন্ধ হয়ে যাবার পর অধিকাংশ শ্রমিক ভুটানে গিয়ে দিনমজুরের কাজ করতেন। কোভিডের কারণে লকডাউনে ফের কাজ হারান তাঁরা।
আরও পড়ুন-‘লক্ষ্য’ ভেদ করে কীর্তি শ্রীকান্তের
শ্রমিকদের মুখে হাসি ফোটাতে দ্রুত চা-বাগান খোলার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর উদ্যোগে কাজ ফিরে পেলেন শ্রমিকেরা। বাগান শ্রমিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি পাশাং লামা জানান, মুখ্যমন্ত্রীর নিরন্তন প্রচেষ্টায় বহুদিন পর খুলছে মধু চা- বাগান। আর তাই উচ্ছ্বাস উল্লাসে মেতে উঠেছেন বাগান শ্রমিকেরা। এবার এলাকায় জ্বলে উঠবে আনন্দের আলো। শ্রমিকদের ছেলেমেয়েরাও করবে লেখাপড়া। সকাল থেকেই কাজের ব্যস্ততায় ভরে উঠবে চারপাশ। শ্রমিকদের ঘরে ঘরে এই ভেবেই উৎসবের আনন্দ ধরা পড়ল।