দিন দুই আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করে প্রাক্তন আপ বিধায়ক কুমার বিশ্বাস বলেছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গির কোনও পার্থক্য নেই। শুক্রবার কুমারকে তার পাল্টা দিয়ে কেজরি বলেন, আমি মনে হয় পৃথিবীর সব থেকে মিষ্টি জঙ্গি। কারণ আমি সাধারণ মানুষের জন্য রাস্তা তৈরি করেছি।
আরও পড়ুন:চান্নির মন্তব্যে
জলের ব্যবস্থা করেছি। স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করেছি। মানুষকে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকি। একইসঙ্গে কেজরিওয়াল বলেন, আমি দেখছি সকলেই আমার বিরুদ্ধে পথে নেমেছে। আমাকে সন্ত্রাসবাদী বলছে। এভাবে আমাকে আক্রমণ করতে গিয়ে তারা নিজেদেরকে হাস্যকর পর্যায়ে নামিয়ে এনেছে। আমি যদি জঙ্গি হই তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমায় গ্রেফতার করছেন না কেন? রাজনৈতিক দলের নেতারা সকলেই আমাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করছেন। তাহলে দেশের নিরাপত্তা সংস্থাগুলি কী করছে?