আগামী শিক্ষাবর্ষেও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সিলেবাস (Syllabus) বদল হচ্ছে না। শুধুমাত্র কিছু ক্ষেত্রে সরলীকরণ করা হচ্ছে ভাষাকে। এমনটাই জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায়। তবে সপ্তম শ্রেণির ইতিহাস বইয়ে কিছু তথ্য যোগ করা হয়েছে। এ প্রসঙ্গে কমিটিতে থাকা ইতিহাসের শিক্ষক মাসুদ আখতার জানান, নাগভট্টর শাসন করার এলাকা হিসেবে শুধু গুজরাত, রাজস্থানের নাম ছিল। সেখানে মালব, উত্তর ভারত সহ আরও বেশ কিছু জায়গার নাম জোড়া হয়েছে। তবে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়নি।
আরও পড়ুন- ঘরে-বাইরে গলাধাক্কা খেয়ে অবসরের কথা, মোদির স্লোগানের বিরোধিতা করে বিরাট বিপাকে গদ্দার
কমিটির চেয়ারম্যান জানান, সিলেবাস (Syllabus) শুধু বদল করলেই তো হবে না। সেই পরিবর্তন অনুযায়ী নতুন করে বইও লিখতে হবে। যা সময় সাপেক্ষ ব্যাপার। তাই এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করতে গেলে পড়ুয়াদের পঠনপাঠন বিঘ্নিত হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই জীবন বিজ্ঞান, রসায়ন ও পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে ভাষার কিছু বদল ঘটিয়ে মঙ্গলবারই শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত দিলেই এই নূন্যতম পরিবর্তন করা হবে। তবে সিলেবাস কমিটি সমীক্ষা চালিয়ে যাচ্ছে পাঠ্যক্রম পরিবর্তনের। এখন দেখার কবে এই কাজ শেষ হয়ে নয়া সিলেবাস হাতে পায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা।