প্রতিকি আত্মহত্যা

ঘটনাটি ঘটেছে মাদুগুলা মণ্ডল নামে অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে। গ্রামের মহিলারা কাজুবাদামের চাষ করে সংসার প্রতিপালন করেন

Must read

নয়াদিল্লি: কাজু বাদাম (cashew nut) চাষ করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। কিন্তু কাজু চাষের সেই জমি কেড়ে নিচ্ছে একটি গ্রানাইট সংস্থা। এমনকী, ওই সংস্থা গরিব চাষিদের ফসলও নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ। অভিনব উপায়ে এই ঘটনার প্রতিবাদ করলেন অন্ধ্রপ্রদেশের একদল মহিলা।

আরও পড়ুন-মস্কো থেকে আমদানি বন্ধ করুক ভারত

ওই মহিলারা প্রতীকি আত্মহত্যা করলেন। গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে স্পষ্ট জানালেন, আত্মহত্যা করা ছাড়া তাঁদের সামনে আর কোনও পথ খোলা নেই। ঘটনাটি ঘটেছে মাদুগুলা মণ্ডল নামে অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে। গ্রামের মহিলারা কাজুবাদামের চাষ করে সংসার প্রতিপালন করেন

Latest article