টি-২০ সিরিজের ফয়সালা আজ, নো বল অপরাধ, অর্শদীপকে তোপ হার্দিকের

তাঁর প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন।

Must read

রাজকোট, ৬ জানুয়ারি : তাঁর প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন। অথচ সেই অর্শদীপ সিং একগাদা নো বল করে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে দলকে ডুবিয়েছেন! একটা-দুটো নয়, পাঁচ-পাঁচটি নো বল করেছেন বাঁ হাতি ভারতীয় পেসার। এর মধ্যে রয়েছে নো বলের হ্যাটট্রিকও! নিজের প্রথম ওভারেই টানা তিনটি নো বল করেন অর্শদীপ।

আরও পড়ুন-খোরপোশ পাবেন

বিরক্ত হার্দিক পাণ্ডিয়া তো বলেই দিচ্ছেন, ‘‘যে কোনও ফরম্যাটে নো বল করাটা অপরাধ। আর টি- ২০ ম্যাচে পাঁচটা নো বল বড় অপরাধ। এক-দুটো মানা যায়। আমি অর্শদীপকে আলাদা করে দোষ দিতে চাই না। তবে ওকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আগেও ও বেশ কিছু নো বল করেছে।’’ ভারত অধিনায়কের সংযোজন, ‘‘পাওয়ার প্লে-র ব্যাটিংই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আমাদের টপ অর্ডার এমন কিছু ভুল করেছে, যা এই পর্যায়ের ক্রিকেটে উচিত নয়। শ্রীলঙ্কার প্রথম ছ’ওভারে স্কোরবোর্ডে প্রচুর রান তুলে বড় ইনিংসের ভিত তৈরি করে ফেলেছিল।’’

আরও পড়ুন-আহিরণ বিলে উড়ে এল সাইবেরিয়া, রাশিয়ার পাখি

হার্দিক একা নন, অর্শদীপের উপর বিরক্ত সুনীল গাভাসকর, গৌতম গম্ভীরের মতো প্রাক্তনরাও। গাভাসকর সাফ বলছেন, ‘‘পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে এমন ভুল মেনে নেওয়া যায় না। নো বল করাটা কিন্তু একজন বোলারের হাতে। বল করার পর ব্যাটার সেটা মারল কি না, সেগুলো পরের ব্যাপার। কিন্তু নো বল তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে।’’ গম্ভীরের বক্তব্য, ‘‘মানছি, অর্শদীপ জ্বর থেকে সবে সেরে উঠেছে। ম্যাচ প্র্যাকটিসের অভাব ছিল। কিন্তু এটা তো আর ক্লাবের ম্যাচ নয়, আন্তর্জাতিক ম্যাচ। তাই সমালোচনা তো শুনতেই হবে।’’

আরও পড়ুন-৬ লক্ষ শিশু-কিশোরের হাম-রুবেলা টিকাকরণ

এদিকে, শনিবার রাজকোটে তৃতীয় টি-২০ ম্যাচ। সিরিজের নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিড়। টানা দু’ম্যাচে ব্যর্থ শুভমন গিলের পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড়ের খেলা কার্যত নিশ্চিত। অভিষেক ম্যাচে ব্যর্থ রাহুল ত্রিপাঠীকে অবশ্য আরও একটা সুযোগ দেওয়া কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকেও খেলানোর কথা ভাবা হচ্ছে।

Latest article