“বিপদে পরিত্রাতা হয়ে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ট্যাব কেনার ১০ হাজার টাকা”

Must read

উচ্চমাধ্যমিক ছাত্রী আমি, বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বাসিন্দা। শালতোড়া গার্লস হাই স্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্রী। কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ। অনলাইন ক্লাস হচ্ছে। কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না। খুব অসুবিধের মধ্যে পড়েছিলাম। কীভাবে পড়াশোনা চালাব, তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এদিকে আমাদের পারিবারিক যা অবস্থা, নিজে যে একটা ট্যাব কিনে নেব, সে ক্ষমতাও ছিল না। এই বিপদে পরিত্রাতা হয়ে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ট্যাব কেনার ১০ হাজার টাকা। এখন আর অনলাইন ক্লাস করায় কোনও সমস্যা নেই। দিদি এত ব্যস্ততার মধ্যেও আমাদের মতো ছাত্রছাত্রীদের কথাও যে মনে রেখেছেন, এ জন্য তাঁর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ দিদি।

Latest article