প্রয়াত জাকির হুসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ,রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জ়াকির হুসেন (Zakir Hussain)।

Must read

আজ,রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জ়াকির হুসেন (Zakir Hussain)। কিছুদিনের মধ্যেই কলকাতায় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সেই অনুষ্ঠান বাতিল করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।

আরও পড়ুন-৩৪৭ ব্লক ও গ্রামীণ হাসপাতালে এবার ফেয়ার প্রাইস শপ

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জ়াকির। হৃদ্‌যন্ত্রে সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জ়াকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা শুরু করেন। ২০২৪ সালে তাঁর জন্য ভারতে আসে গ্র্যামি পুরস্কার। ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয়। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। সেখানেই তবলাবাদক হিসাবে রয়েছেন জ়াকির হুসেন।

জ়াকির হুসেনের মৃত্যুতে এদিন নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জ়াকির হুসেনের মৃত্যুতে আমি গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য এই মৃত্যু চরম ক্ষতির। জ়াকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

 

Latest article