প্রতিবেদন : ৭৫তম সাধারণতন্ত্র দিবসে ভারতীয় নারীশক্তির জয়গান রাজধানীর কর্তব্যপথে। প্রথমবার দেশের তিন বাহিনীর নারী ব্রিগেডে নারীশক্তির স্বাধীন প্রকাশ চাক্ষুষ করল বিশ্ব। দুঃসাহসিক বাইক রাইড থেকে শুরু করে অস্ত্র প্রদর্শন— এদিন সব অনুষ্ঠানের পুরোভাগে ছিলেন মহিলারা। দেশ-বিদেশের অতিথি ও প্রতিনিধিদের সামনে ভারতীয় প্রমীলা বাহিনীর শক্তি প্রদর্শনের উজ্জ্বল ঝলক এক গর্বের মুহূর্ত তৈরি করল। শৌর্য-সমরে নারীশক্তিও যে পিছিয়ে নেই তারই এক নজরকাড়া প্রদর্শন দেখল দেশ। সেইসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন শুক্রবার সকালে ট্র্যাডিশনাল জুড়িগাড়িতে চেপে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এলেন, তাও এক বিশেষ ঘটনা হয়ে রইল। দীর্ঘ ৪০ বছর পর এমন ঘটনায় ফিরে এল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি।
আরও পড়ুন-বাদাম চাষে লাভের মুখ দেখছেন হুগলির চাষিরা
শুক্রবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে প্রথমবার প্যারেড করল তিন বাহিনীর নারী আধিকারিকদের বিশেষ স্কোয়াড। দেশের অগ্নিকন্যারা ইউনিফর্ম পরে একজোট হয়ে ভারতীয় নারীশক্তির জাগরণের বার্তা দিলেন। সাধারণতন্ত্র দিবসের সূচনায় বিশেষ অনুষ্ঠান করেন ১০০ জন মহিলা শিল্পী। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের মহিলা কন্টিনজেন্টও এদিনের কুচকাওয়াজে অংশ নেয় বায়ুসেনার সি-২৯৫ বিমানটি এই প্রথমবার প্রদর্শিত হল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। অন্যদিকে ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণতন্ত্র দিবসে জুড়িগাড়ির চল থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে সেই রীতি বন্ধ হয়ে যায়। তবে এদিন দ্রৌপদী মুর্মুকে সেই গাড়িতে দেখে অনেকেই ফিরলেন নস্টালজিয়ায়। তাঁর সঙ্গে ছিলেন এদিনের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।