উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) বিভিন্ন বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ টিপস –
উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) পদার্থবিদ্যা (Physics)-র ক্ষেত্রে :
১) আলোক বিজ্ঞানে যদি কোনও রেখাচিত্র অঙ্কন করতে হয় সেখানে আলোর অভিমুখ অবশ্যই দেখাতে হবে তবে তা করতে গেলে পেন্সিল ব্যবহার করবে।
২) যদি কোনও প্রশ্নের লেখচিত্র অঙ্কন করতে হয় তবে তার ‘ভুজ’ ও ‘কোটি’ অক্ষ কী কী প্রকাশ করছে তা অবশ্যই দেখাবে।
৩) কোনও সমীকরণ স্থাপনের ক্ষেত্রে অথবা অঙ্ক সমাধানের ক্ষেত্রে যে সমীকরণ ব্যবহার করবে তার প্রতিটি রাশি কী প্রকাশ করছে তার উল্লেখ অবশ্যই করবে।
৪) অঙ্ক সমাধানের ক্ষেত্রে যে মানগুলি দেওয়া থাকে শুরুতে দেখে নেবে একই একক পদ্ধতিতে (CGS/SI) দেওয়া আছে কি না। তা না হলে একই একক পদ্ধতিতে পরিবর্তন করে সমাধান করবে ও সমাধানের শেষে একক-সহ অবশ্যই উত্তর লিখবে।
৫) MCQ ও VSA প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন সংরক্ষণ সূত্র দ্বারা সমাধানের চেষ্টা করবে ফলে দ্রুততার সঙ্গে সমাধান সম্ভব হবে।
৬) অধিকাংশ প্রমাণ বা ব্যাখ্যামূলক প্রশ্ন (বিশেষত তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র, আলোকবিজ্ঞান ইত্যাদি) চিত্র-সহ উত্তর করবে।
৭) MCQ উত্তরের ক্ষেত্রে যদি কোনও উত্তরে সন্দেহ থাকে তবে তা বক্সে পেন্সিল দিয়ে লিখে রাখা ভাল। খাতা জমা দেওয়ার আগে প্রয়োজনে পরিবর্তন করা যাবে।
৮) সকল প্রশ্নের উত্তর একই স্থানে লেখার চেষ্টা করবে। প্রয়োজনে জায়গা ফাঁকা রেখে উত্তর করবে। অবশ্যই উত্তর করার সময় পরপর দুটি উত্তরের মাঝে কিছুটা ফাঁকা রাখবে। যখন মনে পড়বে তখন ঠিক উত্তরটি লেখা যাবে।
৯) চলতড়িৎ-এর Kirchoff’s Rule আলোক বিজ্ঞানের Lens-এর ক্ষেত্রে সচেতনভাবে Sign convension প্রয়োগ করবে।
রসায়নবিদ্যা (Chemistry)-র ক্ষেত্রে
১) যেকোনও নিউমেরিক্যাল প্রবলেম (Numericals Problem) সলভ করার সময় অবশ্যই প্রথমে ফর্মুলা বা সূত্রের গাণিতিক রূপ লিখে তারপর সমাধান করতে হবে।
২) অবশ্যই নিউমেরিক্যাল প্রবলেম-এর ক্ষেত্রে সঠিক ‘একক’ লিখতে হবে (C.G.S./S.I. সিস্টেম মেনে)।
৩) প্রশ্ন ভাল করে পড়ে উপযুক্ত উত্তর লিখতে হবে। অতিরিক্ত কিছু লেখার দরকার নেই ।
৪) In-Organic Chemistry-র রাসায়নিক সমীকরণগুলি লেখার ক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ সঠিকভাবে লেখ এবং সমতা বিধান করে উপস্থাপন কর। সবথেকে ভাল হয় সমস্ত চ্যাপ্টারের রাসায়নিক সমীকরণগুলি একটি জায়গায় লিখে রাখো এবং সকালবেলা ঘুম থেকে উঠে ওই সমীকরণের খাতাটা একবার চোখ বুলিয়ে নিলেই হল।
৫) ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রধান পয়েন্টগুলি নিজের ভাষায় ব্যাখ্যা করলেই হবে। অযথা অতিরিক্ত কিছু লেখার প্রয়োজন নেই ।
৬) জৈব রসায়ন (Organic Chemistry)-এর ক্ষেত্রে যখন কম্পাউন্ড আইডেন্টিফিকেশন করবে তখন উত্তর গুলিতে A= , B= এইভাবে সংকেতগুলি লিখতে হবে। নামও লিখতে পার। কেবলমাত্র নাম লিখলে হবে না। তবে পুরো প্রশ্ন লেখার দরকার নেই।
৭) সবচেয়ে কম ধাপের সঠিক রূপান্তরকরণ উত্তর লেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব পায়।
৮) পরীক্ষা শেষে প্রশ্ন-উত্তর চেক করতে হবে যাতে কোনও প্রশ্ন নজর এড়িয়ে না যায়। এক্ষেত্রে নিজেদের সংশোধনের উপায় থাকে।
৯) পরীক্ষা হলে প্রধান ও অতিরিক্ত পৃষ্ঠায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং নাম লিখে Page Number মার্কিং করে খাতা সঠিক ভাবে সাজিয়ে সেলাই করবে। মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর দিলে অবশ্যই তোমাদের ফলাফল ভাল হবে ।
১০) অবশ্যই ইউনিট কনভার্শন যেমন pm থেকে m, cm এবং nm থেকে m, cm মনে রাখতে হবে। বিভিন্ন এককে ‘R’-এর মান মনে রাখতে হবে । সঠিক জায়গায় সঠিক মান বসাতে হবে।
গণিত (Mathematics)-এর ক্ষেত্রে
১) যদি শেষ ধাপে গিয়ে অঙ্কের উত্তর ভুল হয় বা ক্যালকুলেশন ভুল হয় তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে।
২) Indefinite Integral-এর ক্ষেত্রে C=IC উল্লেখ না করলে এক নম্বর কাটা যাবে।
৩) Differential Equation-এর ক্ষেত্রেও C=IC-এর উল্লেখ না করলে এক নম্বর কাটা যাবে।
৪) Part-B-এর শর্ট কোশ্চেনের জন্য ক্যালকুলেশন/ওয়ার্কআউট প্রয়োজনীয় নয়।
৫) যেকোনও লজিক্যাল মেথডে সলিউশন করা যেতে পারে।
৬) ভুল Logical Method বা Conceptual Error থাকলে, সঠিক উত্তর এলেও পুরো নম্বর কাটা যাবে।
৭) Inverse Circular Function-এর ক্ষেত্রে সমাধানগুলি সমীকরণকে সিদ্ধ করে কি না তা Check করে দেখতে হবে।
৮) Matrix ও Determinant-এর গুণের পদ্ধতি দুটি সম্পূর্ণ আলাদা। Matrix-এর Inverse নির্ণয়ের ক্ষেত্রে Inverse-এর অস্তিত্ব আছে কি না তা পরীক্ষা করা সর্ব প্রথম প্রয়োজন।
৯) Differentiability ⇒ Continuity but the converse is not always true – with example.
১০) Direction Cosine ও Direction Ratio একই নয়। Direction Cosine এর Property জানতে হবে। Cartesian → Vector আবার Vector → Cartesian জানতে হবে