প্রতিবেদন : এটাই পার্থক্য। কলকাতার (Kolkata) বুকে দু’মাস ধরে বিক্ষোভ, আন্দোলন, অনশন চলছে। এমনকী শারদোৎসবের সময়েও ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ ধৈর্যের সঙ্গে তাঁদের আন্দোলন মোকাবিলা করেছে। পুলিশ মার খেয়েছে, কারও গায়ে হাত পড়তে দেয়নি। আর দিল্লিতে দেখুন, অনশনে বসেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। নরেন্দ্র মোদি-অমিত শাহদের দিল্লি পুলিশ তাঁকে তুলে নিয়ে গেল। এটাই পার্থক্য বাংলা এবং দিল্লির, এটাই পার্থক্য রাজ্য ও কেন্দ্রের সরকারের।
আরও পড়ুন-গৌরী লঙ্কেশের খুনিদের মালা পরিয়ে সংবর্ধনা দিল বিজেপি
তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে সেই পার্থক্য দেখিয়ে লেখেন, জেনে রাখা ভাল। লাদাখ-সংক্রান্ত একাধিক দাবিতে দিল্লির লাদাখ ভবনে অনশনে বসেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অনশনের অষ্টম দিনে অনুমতি ছাড়াই অনশন করার অভিযোগে রবিবার দুপুরে তাঁকে ও তাঁর সঙ্গীদের তুলে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু বাংলার ক্ষেত্রে তা কখনও হয় না।