মনের মতো জীবনসঙ্গী বাছার মৌলিক অধিকার হরণ

বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। নিন্দায় মুখর হয়েছেন গোটা দেশেরই সুস্থবুদ্ধিসম্পন্ন মানুষ।

Must read

আমেদাবাদ : প্রাপ্তবয়স্কদের জীবনসঙ্গী বেছে নেওয়ার মৌলিক অধিকারেও এবার হস্তক্ষেপ করছে বিজেপি। খোদ ‍মোদিরাজ্যেই বিজেপি সরকার আনতে চলেছে ব্যক্তিগত স্বাধীনতা হরণের আইন। এই আইন কার্যকর হলে প্রাপ্তবয়স্কদেরও ‘লাভ ম্যারেজে’র জন্য অবশ্যই অনুমতি নিতে হবে বাবা-মায়ের। বিয়ের আগে তাঁদের নোটিশও দিতে হবে, যার জবাব দিতে হবে ৩০ দিনের মধ্যেই। শুধু তাই নয়, মেয়ের আধার কার্ডের ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে বিয়ে। মোদ্দা কথা, বিয়ের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে চলেছে বাবা-মায়ের সম্মতি। জানা গিয়েছে, গুজরাতের বিজেপি সরকার এই আইনের রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে অর্ডিন্যান্স জারি করা হতে পারে।

আরও পড়ুন-ছিঃ! মিথ্যা অভিযোগে অন্ধ মহিলাকে মারধর বিজেপি নেত্রীর

বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। নিন্দায় মুখর হয়েছেন গোটা দেশেরই সুস্থবুদ্ধিসম্পন্ন মানুষ। দেখা দিয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছে, এর সাংবিধানিক বৈধতা নিয়েও। এই নিয়ম কীভাবে বাস্তবায়িত করা হবে এবং এর ফলে কোন ধরনের জটিলতা দেখা দেবে তা নিয়েও দেখা দিয়েছে গভীর সংশয়, এমনকী আশঙ্কাও। মৌলিক অধিকার এবং সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্যও প্রশ্নচিহ্নের মুখে। আশ্চর্যের বিষয়, কংগ্রেস কিন্তু বিজেপির এই অপচেষ্টার বিরোধিতা তো করছেই না, বরং সমর্থন জানাচ্ছে প্রস্তাবিত আইনকে।
নতুন নিয়মের পক্ষে সাফাই গেয়ে গেরুয়া সরকার খাড়া করেছে যুক্তিও। বলছে, মেয়েরা যাতে অপরাধমূলক অতীতের বা পটভূমির ছেলেদের দ্বারা প্রতারিত না হয় তা সুনিশ্চিত করতে এবং সামাজিক অস্থিরতা কমাতেই এই নয়া নিয়মের ভাবনা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ সাধারণ মানুষ।

Latest article