টালা ব্রিজ চালু হবে এপ্রিলের মধ্যেই

Must read

প্রতিবেদন : উত্তর কলকাতা ও শহরতলির মানুষের দীর্ঘ যন্ত্রণার অবসান হতে চলেছে। আর মাস কয়েকের মধ্যেই নতুন টালা ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার। পূর্তমন্ত্রী মলয় ঘটক সোমবার বিধানসভায় জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। তার পর মার্চ-এপ্রিলের মধ্যে এই ব্রিজের উদ্বোধন হতে পারে।

আরও পড়ুন : রাজ্যের প্রস্তাব মেনে কলকাতা, হাওড়া পুরনির্বাচন ১৯ ডিসেম্বর

উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র ছিল টালা ব্রিজ। ওই গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছিল তার জীর্ণ অবস্থার কথা। তার পরেই রেলের সঙ্গে আলোচনার পর সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তার কিছুদিনের মধ্যেই ওই সেতু ভাঙার কাজও শুরু হয়ে গিয়েছিল। উত্তর কলকাতার নতুন করে সেতু তৈরি না হওয়া পর্যন্ত বিকল্প পথেই গাড়ি চলাচল করছে। যার ফলে নিত্য যানজটের সমস্যায় জেরবার উত্তর কলকাতা ও শহরতলির এক বিরাট অংশের মানুষ। এই সমস্যার কথা মাথায় রেখেই যথাসম্ভব দ্রুত গতিতে টালা ব্রিজ নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এবার খুব শীঘ্রই সেই কাজ শেষ হবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী নিজেই।

Latest article