নারীশিক্ষা ও স্বাধীনতার উপর ফের কোপ বসাল তালিবান প্রশাসন (Taliban Bans University Education- Girls)। এবার বিশ্ববিদ্যালয়ে মহিলাদের পড়ার অধিকার কেড়ে নিল তালিবান শাসক। মঙ্গলবার গোটা আফগানিস্তান জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নোটিশ দিয়ে তালিবান সরকার তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিম আফগানিস্তানের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে (Taliban Bans University Education- Girls) চিঠি পাঠিয়ে মহিলাদের উচ্চশিক্ষার উপরে নিষেধাজ্ঞা জারি করার কথা জানিয়েছেন। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না। ২০২১ সালের অগাস্টে দ্বিতীয়বার ক্ষমতায় এসে তালিবান জানিয়েছিল, তারা নাকি বদলে গিয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই আইনকানুন তৈরি করা হবে। কিন্তু আদতে হচ্ছে উল্টো।
আরও পড়ুন-কাঁপল ক্যালিফোর্নিয়া