তালিবানি ফতোয়া

দেশের কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়া সমালোচনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার।

Must read

দেশের কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়া সমালোচনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। শনিবার তালিবানের (Taliban) শীর্ষ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুনজাদার বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এদিন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সেই নির্দেশিকার কথা উল্লেখ করে বলেছেন, প্রত্যেককে নির্দেশ দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া সমালোচনা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-মাঙ্কিপক্সের সংক্রমণ

শারিয়া আইন এই অধিকার দিয়েছে সরকারকে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরকারি আধিকারিকদের সমালোচনা করায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ওপর চরম শারীরিক নির্যাতন করেছে তালিবান সরকার।

Latest article