জাতীয়

সুন্দর পোশাক, সুগন্ধী, লং বুট চলবে না, মহিলাদের জন্য আজব তালিবানি বিধি

কাবুল : ক্ষমতায় আসার পর বিশ্ব জনমতকে প্রভাবিত করার চেষ্টায় আফগানিস্তানের তালিবান শাসকরা ভোল বদলের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সে সব যে আসলে নিখাদ মিথ্যাচার ও ধোঁকাবাজি তা গত দেড় মাসেই বুঝে গিয়েছেন আফগান জনতা। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেও তালিবানি ফতোয়া ও দমনপীড়নের বিরুদ্ধে আওয়াজ উঠছে।

আরও পড়ুন-দেশের আমলা পুলিশকে তোপ দাগল সুপ্রিম কোর্ট

গত ১৫ অগাস্ট কাবুল দখলের পর তালিবান মুখপাত্রের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, এবার অনেক সংযতভাবে দেশ শাসন করবে তারা। মহিলাদের স্বাধীনতাও অনেকাংশেই বহাল থাকবে। অথচ সেই কথার খেলাপ করে তালিবানরা ইতিমধ্যেই নতুন নির্দেশ জারি করেছে, মহিলাদের জন্য উচ্চশিক্ষার দরজা বন্ধ। সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে মহিলাদের পঠন-পাঠনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নারী শিক্ষার উপর এই আঘাতের বিরোধিতায় আওয়াজ উঠেছে ঘরে-বাইরে। তা অগ্রাহ্য করেই এবার মহিলাদের স্বাধীনতায় দ্বিতীয় ধাপে কোপ বসাল তালিবান। এক বিচিত্র নির্দেশে জানানো হয়েছে, আফগানিস্তানে মেয়েদের তালিবান নির্দেশিত পোশাক-আচরণবিধি মানতেই হবে। আকর্ষণীয় পোশাক, সুগন্ধী ব্যবহার এমনকী লং বুট পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আরও পড়ুন-ত্রিপুরাতে পালিত হল গান্ধী জয়ন্তী, হল পদযাত্রাও

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলো নিউজ-এর আলোচনাচক্রে হাজির হয়ে মহিলাদের পোশাকবিধির এই ফতোয়া জারি করেন তালিবান মুখপাত্র। মহিলাদের কী কী করণীয় তা প্রকাশ্যেই তাঁকে ঘোষণা করতে দেখা যায়। কোনও রাখঢাক না রেখেই তালিবান মুখপাত্র জানিয়ে দেন, মহিলাদের পোশাক কোনওভাবে যেন আকর্ষণীয় না হয়। তাহলে তা পুরুষের মনে খারাপ চিন্তার উদ্রেক ঘটাতে পারে। আকর্ষণীয় পোশাক পরে পুরুষদের ফাঁদে ফেলতে পারে মেয়েরা। এছাড়া মহিলাদের শরীর থেকে যেন সুগন্ধ না বের হয়। বাড়ি থেকে বেরনোর সময় তাঁদের সুগন্ধী ব্যবহার করা চলবে না। সুগন্ধে আকৃষ্ট হতে পারে পুরুষ, তাই এই সতর্কতা। শুধু এতেই শেষ নয়। মহিলাদের ‘লং বুট’ পরাও এবার থেকে নিষিদ্ধ।

আরও পড়ুন-রাজ্যকে খোঁচা দিতে গিয়ে বিপাকে ধনকড়

মহিলাদের বুট না পরার ফতোয়া জারির পর আজব ব্যাখ্যাও দিয়েছে তালিবান। মহিলারা বুট পরলে ঠিক কোন উপায়ে পুরুষের মনে খারাপ চিন্তাভাবনার উদয় হয়, তার ব্যাখ্যা দিয়ে টোলো নিউজে তালিবান মুখপাত্র বলেন, মহিলারা বুট পরে যখন হেঁটে যান তখন তা থেকে টক-টক আওয়াজ বের হয়। ওই আওয়াজ আসলে আহ্বান। মহিলারা ওই আওয়াজ করে ঘুমন্ত পুরুষকে বলে, আমরা সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর তোমরা এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছো! তাহলে আমাদের দেখবে কে? আসলে পুরুষদের ঘুম থেকে তুলে তাদের মনে কুচিন্তা আনার জন্যই ওই বুটগুলো তৈরি করা হয়। তাই আফগানিস্তানে মহিলাদের জন্য বুট নিষিদ্ধ।
এই না হলে তালিবানি বুদ্ধি?

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago