শেষ পর্যন্ত তালিবান জঙ্গিরা আফগানিস্তানের রাজধানী কাবুলের ঢুকে পড়ল। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে এই কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। যদিও তালিবানদের এক মুখপাত্র জানিয়েছে, তারা কাবুলের গেট অবধি পৌঁছে গিয়েছে।
তবে, তারা শহরের ভিতরে প্রবেশ করেনি। রবিবার জঙ্গিরা পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরটি দখল করে নিয়েছে। দেশের বেশিরভাগ বড় শহরগুলি দখল করার পর আফগানিস্তানের শাসন ক্ষমতা প্রায় নিজেদের দখলে নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী।
আরও পড়ুন –রেড রোডে কোভিড বিধি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন-পুরস্কার প্রদান মুখ্যমন্ত্রীর
এই মুহূর্তে কাবুল জয় তাদের কাছে সময়ের অপেক্ষা মাত্র। যদিও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির অফিসের এক শীর্ষকর্তা মতিন বেক জানিয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। জঙ্গিরা কাবুল দখল করতে পারেনি। কাবুল নিরাপদ ও সুরক্ষিত আছে।