সংবাদদাতা, বর্ধমান : কার্যত বর্ধমান জেলার পুলিশ ঝাঁপিয়ে পড়ল তমান্না ভাটিয়ার নিরাপত্তার জন্য, মঙ্গলবার। এদিন ১৭তম কাঞ্চন উৎসবে এলেন বলিউডের নায়িকা এবং নেট দুনিয়া কাঁপানো ‘আজ কি রাত’ গানের নায়িকা তমান্না ভাটিয়া। তাঁর নিরাপত্তার জন্য বর্ধমানের কাঞ্চননগর দুর্গের চেহারা নিল। সাম্প্রতিক সময়ে অন্যতম জনপ্রিয় নায়িকা তমান্নাকে দেখতে কাঞ্চনগড়ের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে উপচে পড়ল ভিড়।
আরও পড়ুন-আইএফএ স্টল উদ্বোধনে মুখ্যমন্ত্রী
২৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কাঞ্চন উৎসব। অন্য দিনেও হাজির থাকছেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যাশ কিং (আশুতোষ গাঙ্গুলি, বাঙালি), শচীন-জিগর (সচিন সঙ্গবি ও জিগর সারাইয়া), রূপকুমার রাঠোর, হংসরাজ রঘুবংশী, শিল্পা রাও, মমতা শর্মা, বি প্রাক (প্রতীক বচন) প্রমুখ বলিউড ও টলিউডের খ্যাতনামা নায়ক-নায়িকা, গায়ক-গায়িকারা। এদিন কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি-সহ জেলার একাধিক বিধায়ক, জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও এরই পাশাপাশি থাকছে স্থানীয় শতাধিক শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে সরকারি, বেসরকারি বিভিন্ন স্টলও। উল্লেখ্য, সোমবার থেকে এই উৎসবকে সামনে রেখে কঙ্কালেশ্বরী কালীমন্দির সংলগ্ন পুকুরে শুরু হয়েছে বারাণসীর মতো গঙ্গা আরতি।