প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্য সরকার আরও পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পাঞ্জাব ও তামিলনাড়ু। এই ৫ রাজ্য থেকে বাহিনী চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতর ফের চিঠি দিয়েছে বলে নবান্নের খবর। কত পুলিশ পাঠাতে ওই রাজ্যগুলি সমর্থ তাও জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, এর মধ্যে তামিলনাড়ু বাহিনী দিতে সম্মত হয়েছে।
আরও পড়ুন-নন্দীগ্রামে ধস নেমেছে বিজেপির
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টেও রাজ্যের তরফে অন্য রাজ্য থেকে বাহিনী চাওয়ার বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদামতো রাজ্য সরকার পর্যাপ্ত পুলিশ দিতে প্রস্তুত। এর আগেও বাহিনী চেয়ে ৪ রাজ্যেকে চিঠি পাঠানো হয়েছিল। দুটি রাজ্য বাহিনী দিতে পারবে না বলে জানায়। এই বিষয়ে বিশেষ নজর দিয়েছেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। চলছে সমন্বয়।