ঢাকা, ২৪ মার্চ : সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। দু’বার হৃদরোগের শিকার হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে স্থানীয় ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। তবে জটিলতা এখনও কাটেনি।
আরও পড়ুন-হায়দরাবাদে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন তরুণী
তামিমের জ্ঞান ফিরলেও, তাঁকে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। সাভারের বিকেএসপি-র মাঠে তামিমের দল মহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল শাহিনপুকুরের। টস করতে যাওয়ার সময় বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন তামিম। তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। আপাতত সফলভাবে রিং পরানো হয়েছে। পরিস্থিতি সামান্য ভাল হলেই ঢাকার কোনও হাসপাতালে তামিমকে নিয়ে আসা হবে। ম্যাচ শুরুর আগেই অসুস্থ বোধ করেন তামিম। তখনই একবার কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। কিছুটা সুস্থ হলেই তামিম ফের মাঠে ফিরে যান। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন।