পাখির চোখ ২৬-এর বিধানসভা, তমলুক সাংগঠনিক জেলা INTTUC কোর কমিটি ঘোষণা

বেশ কিছু জেলায় পুরনো নেতৃত্বের উপরেই যদিও আস্থা রেখেছে শীর্ষ নেতৃত্ব। তবে কিছু জেলার ক্ষেত্রে তখনই চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি।

Must read

রাজ্যের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে আগেই হেঁটেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের পক্ষ থেকে প্রকাশিত নতুন তালিকায় রাজ্যের একাধিক জেলার জন্য ঘোষণা করা হয়েছে নতুন জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সনদের নাম। বেশ কিছু জেলায় পুরনো নেতৃত্বের উপরেই যদিও আস্থা রেখেছে শীর্ষ নেতৃত্ব। তবে কিছু জেলার ক্ষেত্রে তখনই চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন-মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়াম

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলা INTTUC কোর কমিটি ঘোষণা হল। এই সাংগঠনিক রদবদলের মাধ্যমে দলীয় কাঠামো আরও সুসংহত ও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর কলকাতা ও বীরভূমে ইতিমধ্যেই কোর কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এবার তমলুকেও কোর কমিটি গঠন করল রাজ্যের শাসক দল। তমলুকে শীর্ষপদে বসানো হল আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কমিটিতে নিযুক্ত হয়েছেন আস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দন্ডপাত, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, এসকে আলমগীর, আলম জিলানী।

Latest article