সংবাদদাতা, কাটোয়া : ক্রেতাদের টানতে রাজ্য সরকারি সংস্থা তন্তুজ বাজারে (Tantuja saree) এনেছে নতুন ৬ রকমের শাড়ি। মিষ্টি নামের শাড়িগুলি হল স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ ও বলাকা। বাজারে আসামাত্রই হট কেকের মতো বিক্রিও হচ্ছে। চাহিদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তন্তুজকর্তাদের মূল্যায়ন, নজরকাড়া রঙের জমি, নকশাপাড় আর মনোরম ডিজাইনের জন্যই বাজার মাতাচ্ছে শাড়িগুলি। কলকাতার সল্টলেকে তন্তুজের (Tantuja saree) ডিজাইন সেন্টারে ৬টি শাড়ির আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয়েছে রাজ্য ও ভিনরাজ্যের তন্তুজের বিভিন্ন শো-রুমে পাঠানো। জানা গেল তন্তুজের স্পেশ্যাল অফিসার স্বপন দেবনাথ এই শাড়িগুলির নামকরণ করেছেন। তিনি বলেন,‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মুখ্যমন্ত্রী হন তখন রাজ্য সরকারের সংস্থা তন্তুশ্রী উঠে গিয়েছে। তন্তুজ ধুঁকছে। তাঁর নেতৃত্বে বাংলার তাঁতশিল্পে বিপ্লব এসেছে। চাঙ্গা হয়েছে তাঁত ও তাঁতিরা। বাংলার শাড়ি, বাংলার তাঁত, বাংলার নকশার খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।’ শাড়িতে নকশা তোলায় অসামান্য কৃতিত্বের জন্য ‘তন্তুজ’ আগে জাতীয় পুরস্কারও পেয়েছে। ফি-বছরই উৎসবের মরশুমে নতুন ভাবনার ডিজাইন, নকশার শাড়ি আমদানি করে বাজার মাতায় তন্তুজ। এবারের নয়া নিবেদন বাংলার তাঁতশিল্পীদের হস্তচালিত তাঁতে বোনা নকশাপাড়ের এই ৬ সুতির শাড়ি। সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে দাম ঠিক করা হয়েছে।’ তন্তুজের প্রোকিওরমেন্ট অফিসার অরূপ অধিকারী জানান, ‘প্রতি বছরই তন্তুজের শাড়িতে নতুন চমক থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই মিহি সুতো দিয়ে তাঁতে বোনা নকশাপাড়ের সুতির শাড়িগুলি বানানো হয়েছে।’ রাজ্যের মা-বোনেদের কাছে মন্ত্রী স্বপন দেবনাথের আবেদন, ‘পঞ্চমী থেকে দশমী ৬ দিনে তন্তুজের ৬টি শাড়ি পরুন। বাংলার তাঁত আর তাঁতিদের অক্সিজেন জোগান।’
আরও পড়ুন-লগ্নির সেরা ঠিকানা পশ্চিমবঙ্গ: BGBS-এ লগ্নিকারীদের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী