পশ্চিমবঙ্গের ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন হলেন তাপসী মণ্ডল (Tapasi Mondal)। গত ১০ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন। বুধবার দায়িত্ব পেলেন তিনি।
তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন, প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো এবং সবদিক থেকেই বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি, সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে যুক্ত হলাম।
আরও পড়ুন-ভুয়ো ভোটার কার্ড, সামনের সপ্তাহেই সংসদে আলোচনার দাবি তৃণমূলের