টার্গেট বাংলা, অসম মডেলে ডিটেনশন ক্যাম্পের ভীতি তৈরির চেষ্টা : অভিষেক

বাংলা বিরোধী বিজেপি। ভয়ঙ্কর চক্রান্ত চলছে বাংলার বিরুদ্ধে। এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বাংলা বিরোধী বিজেপি। ভয়ঙ্কর চক্রান্ত চলছে বাংলার বিরুদ্ধে। এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-দিনের কবিতা

বিজেপিকে তোপ দেগে বললেন, আসলে কেন্দ্রের এই দল চায় পিছনের দরজা দিয়ে বাংলায় এনআরসি চালু করতে। তার কারণ, বাংলার মানুষ বিজেপিকে একটার পর একটা ভোটে প্রত্যাখ্যান করেছেন। সেই প্রত্যাখ্যানের জ্বালাতেই এই কাজ করার চেষ্টা করছে। টার্গেট করেছে বাংলাভাষীদের। উদ্দেশ্য ভয়-ভীতি তৈরি করা এবং মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে আসা। অসমে এই মডেলেই ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল বিজেপি। বাংলায় পা না রেখেও যদি বিজেপির ঔদ্ধত্যের মাত্রা এই হয়, তাহলে ভবিষ্যতে যদি কোনওদিন ক্ষমতায় আসে বিজেপি, তাহলে তারা কী ধরনের ঔদ্ধত্য দেখাতে পারে তার ছায়াও দেখা যাচ্ছে একের পর এক ঘটনায়। বাংলার মানুষ এবং বাংলাভাষী দেখলেই তাদের ধরা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। বাংলা এর বিরুদ্ধে লড়বে। এখন বিষয়টি আর কেবল রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সংবিধানের গণতান্ত্রিক, বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক নীতিরক্ষার লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এটা এখন বাংলা এবং দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জিততে হবে। বাংলার মানুষ কিছুতেই বিজেপির এই বিভেদমূলক, জনবিরোধী এবং কর্তৃত্ববাদী মনোভাবকে রেয়াত করবেন না। ছুঁড়ে ফেলে দেবেন। মানুষই দেশের ইতিহাস তৈরি করেন, বিজেপির মতো জনবিরোধী দল কখনও শেষ কথা বলে না।

Latest article