প্রতিবেদন : আবারও জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর হয়ে তিনি জঙ্গলমহলের তিন জেলায় পরিষেবা প্রদান করবেন। সোমবার অন্ডাল হয়ে দুর্গাপুরে পৌঁছেই সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে বেশ কিছু বার্তা দেন।
আরও পড়ুন-দিনের কবিতা
স্পষ্ট জানিয়ে দেন সবকিছু একপাশে সরিয়ে রেখে এলাকা চষে ফেলতে হবে। আসানসোল দক্ষিণ ও কুলটিতে দলের ফলাফল আশানুরূপ হয়নি এর আগে। সেখানে বিশেষ নজর দিতে হবে। ভাল ফল করতে হবে। আসানসোল দক্ষিণে নজর রাখার কথা বলেন মন্ত্রী প্রদীপ মজুমদারকে। আর কুলটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যান বিধান উপাধ্যায়কে। আজ মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ও ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা তুলে দেবেন মানুষের হাতে। সোমবার সন্ধ্যায় তিনি পৌঁছন দুর্গাপুরে। তার আগে অন্ডাল বিমানবন্দরে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নির্দেশ দেন, চোখ-কান খোলা রেখে কাজ করতে। একযোগে টিম তৃণমূলকে লোকসভা নির্বাচন করতে হবে। এই বৈঠকে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
আরও পড়ুন-বুদ্ধিমান স্লাইম
মঙ্গলবার দুর্গাপুর থেকে হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া জেলায় প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিকেলে পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রশাসনিক সভা করবেন তিনি। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ৫০০ কোটিরও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলার জন্য এক হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরেই জঙ্গলমহল সফরে যাচ্ছেন তিনি। এই সফরে আদিবাসী সংগঠনগুলির জন্য এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।