বোরো মরশুমে আরও পাঁচ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্য

চলতি খরিফ মরশুমে ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সাড়ে ৫১ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। খরিফ মরশুমে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

Must read

প্রতিবেদন : আসন্ন বোরো মরশুমে আরও ৫ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করল রাজ্য সরকার। চলতি খরিফ মরশুমে ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সাড়ে ৫১ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। খরিফ মরশুমে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তারপর নতুন বোরো ধান ওঠার পর মে মাস থেকে দ্বিতীয় পর্যায়ে ধান সংগ্রহের তৎপরতা শুরু হবে। সেখানেই ৫ লক্ষ টনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ প্রসঙ্গে জানিয়েছেন, চলতি মরশুমে আরও ৩ লক্ষ টন ধান কিনতে পারলেই তা সর্বকালীন রেকর্ড হবে।

আরও পড়ুন-ব্রাত্যজনের এক দশক, শুরু হল নাট্যোৎসব

নভেম্বর মাস থেকে শুরু হওয়া খরিফ মরশুমে গড়ে ৫৫ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়ে থাকে। এবার তার থেকে অনেক বেশি ধান সংগ্রহ করা যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত ২০২৪-২৫ খরিফ মরশুমের ধান সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়ে ৬৬ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। গত কয়েকবছর সরকারি উদ্যোগে মোটামুটি ৫৫ লক্ষ টন ধান কেনা হয়েছে। এবার প্রথম দু’মাসের লক্ষ্যমাত্রার ২৫ শতাংশের বেশি ধান কেনা হয়ে গিয়েছে। তাই এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনা সম্ভব হতে পারে বলেই আশা করছেন খাদ্য দফতরের কর্তারা।

Latest article