প্রতিবেদন: আরজি কর-কাণ্ড নিয়ে লোকসভার বিরোধী রাহুল গান্ধী যেভাবে ট্যুইট করে রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন, তা যথার্থ নয় বলে মনে করে তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গেই বৃহস্পতিবার আরও একবার রাহুল গান্ধীকে লক্ষ্য করে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল৷
ট্যুইটে সাকেতের ব্যাখ্যা, রাহুল গান্ধী তাঁর ট্যুইটে কলকাতার আরজি কর-কাণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে কাঠুয়ার ঘটনার কথা উল্লেখ করেছেন৷ এই প্রসঙ্গেই একটি ঘটনার কথা বলতে চাই৷
আরও পড়ুন-সংসদে চাপে মোদি সরকার
কংগ্রেস লাল সিংকে স্বাগত জানিয়ে থেমে থাকেনি, কাঠুয়ার ধর্ষকদের প্রশংসায় আয়োজিত সমাবেশের নায়ক লাল সিংকে উধমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস ভোটে লড়ার টিকিটও দিয়েছিল৷ মিঃ গান্ধী এবং কংগ্রেসের প্রার্থী এই লাল সিং কাঠুয়ায় ধর্ষিতা ৮ বছরের আসিফার ধর্ষকদের সমর্থন করেছিলেন, তাদের সমর্থনে সমাবেশ করেছিলেন৷