বিতর্ক যেন পিছু ছাড়ছে না টোকিও অলিম্পিকের। অপসারিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কর্তা কেনতারো কোবায়াসি! আয়োজকদের তরফ থেকে এক প্রেস বার্তায় জানানো হয়েছে, বেশ কয়েক বছর আগের একটি বিতর্কিত ভিডিওর জন্যই বরখাস্ত হয়েছেন এই কোবায়াসি।
কয়েক বছর আগে এক কৌতুক চিত্রনাট্যের ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই কৌতুক নাট্যের ভিডিওতে দেখা যাচ্ছে, হত্যাকাণ্ড নিয়ে রসিকতা করছেন কোবায়াসি। এর পরেই যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
আরও পড়ুন- কেন ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস ঘোষণা করা হল? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১৯৯৮ সালের ওই ভিডিওতে দেখা যাচ্ছে কাগজের পুতুল হাতে কোবায়াসি বলছেন, ‘‘মনে করুন এরা হত্যাকাণ্ডের সময়ের।’’ এর পরেই দেখা যায় কোবায়াসি ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি হত্যাকাণ্ডকে বিষয় হিসাবে তুলে ধরার জন্য জনৈক টিভি উপস্থাপক কীভাবে চটে গিয়েছিলেন, তা নিয়ে রীতিমতো ব্যঙ্গ করছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই গোটা জাপানজুড়ে হইচই শুরু হয়েছে।
আরও পড়ুন-শিক্ষকদের সুবিধামতো বদলির জন্য চালু হচ্ছে ‘উৎসশ্রী’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
টোকিও অলিম্পিক কমিটির প্রধান সেইকো হাসিমতো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে এক অত্যন্ত দুঃখজনক বিষয় নিয়ে কেনতারো কোবায়াসিকে রসিকতা করতে দেখা গিয়েছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা করছি। একই সঙ্গে কোবায়াসিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছেন কোবায়াসি নিজেও। তিনি বলেন, ‘‘১৯৯৮ সালের ওই ভিডিওতে আমি যে চিত্রনাট্য লিখেছিলাম, তা ভুল ছিল। সেই সময় আমি অনৈতিক ভাবে মানুষকে হাসাতে চেয়েছিলাম।’’
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…